ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জেগে উঠছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

২০২৩ জানুয়ারি ১০ ১৮:২০:৫১
জেগে উঠছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৫২ লাখ টাকার। এরমধ্যে বিএসসি সবচেয়ে বেশি টাকার লেনদেনের মাধ্যমে সবার শীর্ষে অবস্থান করছে। এদিন কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৫ লাখ টাকার।

আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ টাকা বা ৪.৩৪ শতাংশ। এতে করে কোম্পানিটি আজ দর বৃদ্ধির তালিকায় ৮ম স্থান দখল করেছে। এসময়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ লাখ ৯০ হাজার ৫৯০টি।

সম্প্রতি দীর্ঘদিন বাজার খারাপ রয়েছে কোম্পানিটির। তবে এর আগে যখন বাজার ভালো ছিল তখন লেনদেনের শীর্ষে থাকা কয়েকটি কোম্পানির মধ্যে বিএসসিকে দেখা যেত। আজও বাজারে ভালো লেনদেন হওয়ায় নেতৃত্বে ফিরেছে বিএসসি। তবে কি শেয়ারবাজার আবারও ভালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে এমন মন্তব্যই করছেন শেয়ারবাজার বিশ্লেষকরা।

সর্বশেষ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিএসসি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৩৪ পয়সা।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর