ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মিরাজের নৈপুণ্যে প্রথম জয় পেল বরিশাল

২০২৩ জানুয়ারি ১০ ১৭:৪২:৩৭
মিরাজের নৈপুণ্যে প্রথম জয় পেল বরিশাল

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল।

আগে ব্যাট করে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের ৩৬ বলের অপরাজিত ৫৪ আর রনি তালুকদারের ২৮ বলের ৪০ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে রংপুর। বরিশালের হয়ে ২টি করে উইকেট নেন মিরাজ ও চাতুরঙ্গ ডি সিলভা।

১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ইব্রাহিম জাদরান ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটের জয় পায় বরিশাল। দলের জয়ে ৪১ বলে ৫২ রান করেন আফগান ক্রিকেটার ইবরাহিম জাদরান। ২৯ বলে ৪৩ রান করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

এছাড়া ১৪ বলে ২৫ আর ১৪ বলে ২১ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পাকিস্তানের ইফতেখার আহমেদ ও আফগান ক্রিকেটার করিম জানাত।

বল হাতে ২১ রানে ২ উইকেট আর ব্যাট হাতে ২৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করে ম্যাচ সেরা হন বরিশালের মেহেদি হাসান মিরাজ।

এর আগে শনিবার নিজেদের প্রথম ম্যাচে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেটের বিপক্ষে হার এড়াতে পারেনি বরিশাল।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর