ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নিত্যপণ্যের দাম না কমা পর্যন্ত চলবে টিসিবির বিক্রি: বাণিজ্যমন্ত্রী

২০২৩ জানুয়ারি ১০ ১৪:১৩:২০
নিত্যপণ্যের দাম না কমা পর্যন্ত চলবে টিসিবির বিক্রি: বাণিজ্যমন্ত্রী

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে (নির্বাচন ভবনের পেছনের বড় রাস্তা) টিসিবির ভর্তুকিমূল্যে চলতি মাসের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করার সময়ে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির বিক্রি কার্যক্রম চালিয়ে যেতে বড় পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে। নিত্যপণের দাম না কমা পর্যন্ত আমরা টিসিবির সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চালিয়ে যাব।

তিনি বলেন, বিগত এক বছরে টিসিবি পণ্যে বিতরণের জন্য সরকার ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। নিত্যপণ্যের ৯০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয় বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন আমরা দ্রুত ডিজিটালাইজড করে ফেলব। প্রতিবার একটি ফ্যামিলি কার্ডের বিপরীতে এক দফায় ৬০ টাকা দরে এক কেজি চিনি এবং ৭০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন নিম্নআয়ের ভোক্তারা।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর