ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সাবমেরিন ক্যাবলসের পরিশোধিত মূলধন ও শেয়ার সংখ্যা বাড়ছে

২০২৩ জানুয়ারি ০৯ ২১:২৯:১৬
সাবমেরিন ক্যাবলসের পরিশোধিত মূলধন ও শেয়ার সংখ্যা বাড়ছে

জানা গেছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিষ্টেম (এসএমডব্লিউ-৫) স্থাপনে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে সরকারের কাছ থেকে ১৬৬ কোটি টাকা নিয়েছে। এছাড়া তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনে (চলমান) ২০২১-২২ অর্থবছরে ২৪ কোটি ৯৬ লাখ টাকা নিয়েছে। অর্থাৎ মোট ১৯০ কোটি ৯৬ লাখ টাকা নিয়েছে। যা সরকারের অনুকূলে শেয়ার ইস্যুর মাধ্যমে সমন্বয় করা হবে। সেই শেয়ার সম্বন্বয় প্রক্রিয়াই চলছে। এতে করে কোম্পানিটির শেয়ার সংখ্যা বাড়বে।

কোম্পানিটির নিরীক্ষিক জানিয়েছেন, সরকারের অনুমোদনের পরে অর্থমন্ত্রণালয়ের নির্দেশনা ও নীতি পরিপালন করে ওই ১৯০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ইস্যু করা হবে। ফলে কোম্পানিটির শেয়ার সংখ্যা বাড়বে। তবে এখন শেয়ার ইস্যু না করলেও ওই অর্থকে বিবেচনায় নিয়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) গণনা করায়, ভবিষ্যতে ইপিএসে নেতিবাচক প্রভাব পড়বে না।

কোম্পানিটির নিরীক্ষক আরও জানিয়েছেন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) ২০২০ সালের ২ মার্চের এক নির্দেশনায় শেয়ার মানি ডিপোজিটকে অফেরতযোগ্য ও ৬ মাসের মধ্যে শেয়ার ক্যাপিটালে রূপান্তর করার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সাবমেরিন কর্তৃপক্ষ এই নির্দেশনা পরিপালন করেনি। যদিও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় শেয়ার ইস্যুর বিষয়ে কার্যক্রম শেষ করেছে, তারা শুধু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর