ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

একদিন পরেই জীবন বিমার শেয়ারে পতন

২০২৩ জানুয়ারি ০৯ ১৯:০৪:৪৯
একদিন পরেই জীবন বিমার শেয়ারে পতন

ডিএসইর ২০টি খাতের মধ্যে তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জীবন বিমা খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ২০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১১.৫৮ শতাংশ।

আজ দর পতনের খাতায় নাম লেখানো বিমা খাতের কোম্পানিগুলো হলো: প্রগতি লাইফ, পপুলার লাইফ, ফারইস্ট লাইফ, সন্ধানী লাইফ, সোনালী লাইফ, চার্টার্ড লাইফ, সান লাইফ, পদ্মা লাইফ, রূপালী লাইফ, প্রগ্রেসিভ লাইফ, প্রাইম লাইফ, ডেলটা লাইফ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর পতন হয়ে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬ টাকা ৬০ পয়সা বা ৪.৯০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি হয়েছে পপুলার লাইফ ইন্সুরেন্সের ১ টাকা ৯০ পয়সা বা ২.৭১ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ দর পতন হয়েছে ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের। কোম্পানিটির দর পতন হয়েছে ১ টাকা ৮০ পয়সা বা ২.২৯ শতাংশ পতন হয়েছে।

অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, জীবন বিমা খাতের শেয়ার প্রফিট টেকিংয়ের কারণে আজ দর পতন হয়েছে।

জীবন বিমা খাতের শেয়ার দর পর্যালোচনা করে দেখা গেছে, গত বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) যে হারে দর বৃদ্ধি হয়েছিল একদিন পর আজ সেই হারে দর পতন হয়নি।

অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, জীবন বিমা খাতের বেশিরভাগ শেয়ার ফ্লোর প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। এই খাতে পতনের তেমন কোনো সুযোগ নেই। তলানিতে পড়ে থাকা এই খাতটিতে প্রচুর সম্ভাবনা রয়েছে।

উদাহরণ স্বরূপ প্রগতি লাইফ ইন্সুরেন্সের বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) এই কোম্পানিটির দর বেড়েছে ১২ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। গতকার্যদিবস (০৮ জানুয়ারি) দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১.০৪ শতাংশ। আজ দর পতনের হার কিছুটা কম ছিল। আজ প্রগতি লাইফ ইন্সুরেন্সের পতন হয়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ৪.৯০ শতাংশ।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর