ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সেনেগালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪০, আহত ৮৭

২০২৩ জানুয়ারি ০৮ ২২:৫৫:১৮
সেনেগালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪০, আহত ৮৭

শনিবার (৭ জানুয়ারি) দেশটির কাফরিন শহরের কাছে গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মূল দুর্ঘটনার শিকার বাসটি ৬০ সিটের। এটি মৌরিতানিয়ার সীমান্ত এলাকা রোসোর দিকে যাচ্ছিল। তবে ঘটনার সময় বাসটিতে কতজন ছিল তা জানা যায়নি।

দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সল বলেছেন, ভয়াবহ দুর্ঘটনায় ৪০ লোক নিহত হয়েছেন। এ ঘটনায় দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কাফফ্রিনের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ফায়ার ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান কর্নেল চেখ ফল।

তিনি বলেন, দুর্ঘটনার ধ্বংসাবশেষ ও বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর