ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরির কোনও দরকার নেই: ড. মোমেন

২০২৩ জানুয়ারি ০৮ ২২:২৮:৫৭
বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরির কোনও দরকার নেই: ড. মোমেন

তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে কারও মাতবরি মানায় না। এখানে কোনো লুকোচুরি হয় না, চাইলে যে কোনো দেশ পর্যবেক্ষণ করতে পারে।’

রোববার (৮ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, ‘আমেরিকার ৭২ শতাংশ মানুষ মনে করে সে দেশের ডেমোক্র্যাসি খুবই দুর্বল। আর রিপাবলিকানরা মনে করে গত প্রেসিডেন্সি ইলেকশন ওয়াজ এ ফ্রড ইলেকশন।’

তিনি বলেন, আমাদের দেশেও কিছু লোক এ ধরনের আছে। ওই দেশে (আমেরিকা) গড়ে ৫০ শতাংশের নিচে লোকজন ভোট দেয়, আর আমাদের দেশে ৭২, ৮০, ৯০ ভাগ লোক ভোট দেয়।

এসময় গাইবান্ধার নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, আমাদের দেশে নির্বাচন খুব অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত, আনন্দময় হয়। ওইসব দেশে এক মাস আগে নির্বাচনী প্রচার শুরু হয়। আর আমাদের দেশে এক বছর আগে থেকেই প্রচার চালানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশের সৃষ্টি হয়েছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার দিয়ে। এ দেশের প্রত্যেক মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রিন্সিপলগুলো আছে, তাই অন্যরা আমাদের নিয়ে মাতবরি করে। পরামর্শ দেওয়ার দরকার নেই। উনারা নিজেদের আয়নায় দেখুক। তবে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ, সুন্দর, নির্ভুল এবং ইনক্সক্লুসিভ। সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই আমরা। আমার দল বিশ্বাস করে- আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটাই আমাদের স্লোগান।’

তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টের মান অনেক বৃদ্ধি পেয়েছে। ই-গেট কার্যক্রম শুরুর মাধ্যমে আমাদের পাসপোর্টের মান আরও বাড়বে। তখন বহু দেশে যাওয়ার জন্য আমাদের ভিসার দরকার হবে না। অনেক দেশ সাগ্রহে আমাদের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করতে চাচ্ছে, এটা ইতিবাচক।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ প্রমুখ।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর