ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিমানে নারীর শরীরে মূত্রত্যাগ, অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

২০২৩ জানুয়ারি ০৭ ২১:১৫:০০
বিমানে নারীর শরীরে মূত্রত্যাগ, অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

আদালত বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আর পুলিশের হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই।

জানা যায়, অভিযুক্ত শঙ্কর মিশ্র পলাতক ছিলেন এবং তাকে ধরার জন্য এয়ারপোর্টে সতর্কতা জারি করা হয়েছিল। দিল্লির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কর্নাটকে অবস্থান করে তাকে শনাক্ত করে অবশেষে ছয় সপ্তাহ পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শঙ্কর মিশ্রকে চাকরিচ্যুত করেছে ওয়েলস ফার্গো কোম্পানি। ওয়েলস ফার্গো নামের মার্কিন আর্থিক পরিষেবা সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানায়, শঙ্কর মিশ্রের বিরুদ্ধে অভিযোগগুলি 'খুবই বিরক্তিকর'।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে অভিযুক্ত ব্যক্তির পাশে বসেছিলেন এক নারী যাত্রী। দুজনই বিজনেস ক্লাসে ভ্রমণ করছিলেন। খাবার খাওয়ার পর উড়োজাহাজটিতে আলো কমিয়ে দেওয়া হয়। এ সময় অভিযুক্ত ওই ব্যক্তি পাশে বসা নারীর শরীরে মূত্র ত্যাগ করেন।

এঘটনায় ভুক্তভোগী ওই নারী এ নিয়ে ক্রুর কাছে অভিযোগ করেন। বলেন, তার পোশাক, জুতা ও ব্যাগ প্রস্রাবে ভিজে গেছে। পরে ক্রু ওই নারী যাত্রীকে এক সেট জামা ও স্লিপার দেন। সেগুলো পরে ওই নারীকে অভিযুক্ত ব্যক্তির পাশেই বসতে হয়। তখন উড়োজাহাজটিতে অন্য কোনো আসন ফাঁকা ছিল না।

ঘটনাটি জানাজানি হলে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন ওই ফ্লাইট পরিচালনাকারী এয়ার ইন্ডিয়াকে একটি নোটিশ দেয়। পরে গত বৃহস্পতিবার সেই নোটিশের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। এতে গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে কী ঘটেছিল, তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর