ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফেনীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

২০২৩ জানুয়ারি ০৭ ২০:৫৯:৩১
ফেনীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

আজ শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ড. জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালত কর্তৃক সম্পদ বাজেয়াপ্তের আদেশের প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়।

এদিন বিকালে ফেনী প্রেস ক্লাব এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বের হতেই পুলিশের বাধার মুখে পড়ে। পরবর্তীতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের ট্রাংক রোড ট্রাফিক মোড় পেরিয়ে শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের ঘিরে ফেলে। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়। এতে দলটির ১০ নেতাকর্মী আহত হয়। সেখান থেকে কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ প্রসঙ্গে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ আর নেতাকর্মীদের আটকের নিন্দা জানাই।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশ তাদেরকে মিছিল নিয়ে সড়কে উঠতে না করে। তারা পুলিশের নিষেধাজ্ঞা না শুনে মিছিল নিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে ও মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর