ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সূচকের পতন হলেও লেনদেন বেড়ে নতুন বছরের সূচনা

২০২৩ জানুয়ারি ০৭ ১৮:০৪:৫৩
সূচকের পতন হলেও লেনদেন বেড়ে নতুন বছরের সূচনা

ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতন হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স হয়েছে ৬১৯৩.৯৬ পয়েন্ট এর আগের সপ্তাহে ছিল ৬২০৬.৮১ পয়েন্ট। এই হিসাবে ডিএসই এক্স পতন হলো ১২.৮৫ পয়েন্ট।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ পতন হয়েছে ১.৯০ পয়েন্ট এবং ডিএসই শরীয়াহ পতন হয়েছে ৫.৫৫ পয়েন্ট।

বিপরীতে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে। বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭২ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ২০৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে ৬০ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ২৪৩ টাকা বা ৫.৬৫ শতাংশ বেড়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসই এক্স পতন হয়েছে ০.১৫ শতাংশ, সিএসই-৫০ পতন হয়েছে ০.১১ শতাংশ এবং সিএসআই কমেছে ০.৬২ শতাংশ। বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৩৩ টাকার।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর