ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

স্বস্থিতে শীর্ষ ২ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৩ জানুয়ারি ০৭ ১০:৫৪:১৩
স্বস্থিতে শীর্ষ ২ কোম্পানির বিনিয়োগকারীরা

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধিতে এগিয়েছিল ২ কোম্পানির শেয়ার। কোম্পানিদুটি হলো- সী-পার্ল হোটেল এবং বসুন্ধরা পেপার

গেল সপ্তাহের (০১-০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে, কোম্পানি ২টির শেয়ার দরে বড় লাফ দিয়েছে। কারণ ছোট-বড় সব বিনিয়োগকারীরা ক্রয়-মেজাজে ছিলেন। ফলে বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ ২ কোম্পানির শেয়ার দর বেড়েছে। যে কারণে কোম্পানিগুলোর লেনদেন বাড়ার সাথে দরও বেড়েছে।

অভিজ্ঞ বিনিয়াগকারীদের অভিমত, যদি বড় বিনিয়োগকারীরা বিদায়ী সপ্তাহের মতো এ সপ্তাহেও বাই মুডে থাকেন তাহলে কোম্পানিগুলোর শেয়ারের দাম আরও বাড়তে পারে। আর যদি সেল মুডে থেকে মুনাফা উত্তোলনের প্রবণতায় থাকেন তাহলে কোম্পানিগুলোর শেয়ার দর সংশোধন হতে পারে।

সী-পার্ল হোটেল

শীর্ষ লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী-পার্ল হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ লাখ ৭৭ হাজার ৬১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.১৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৮৬ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২১২ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৮ টাকা বা ১৩.৬৬ শতাংশ।

বসুন্ধরা পেপার

কোম্পানিটি লেনদেন তালিকার চতুর্থ স্থানে রয়েছে। সপ্তাহব্যাপী কোম্পানিটির ৭০ লাখ ৩৪ হাজার ৬২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫২ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৬৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭৫ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৭ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ২.৬৫ শতাংশ।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর