ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভক্তদের খুশির বার্তা দিলেন পরীমণি

২০২৩ জানুয়ারি ০৬ ১৮:১৪:৪৪
ভক্তদের খুশির বার্তা দিলেন পরীমণি

বৃহস্পতিবার ভক্তদের উদ্দেশ্যে এই খুশির বার্তা জানান পরী নিজেই।

এর আগে বুধবার রাতে নায়িকা পরীমণি ছোট্ট ভিডিও প্রকাশ করেন ফেসবুকে। ভিডিওতে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় তাকে। ভিডিও দেখে অনেকে অনুমান করেন, স্বামী রাজের সঙ্গে তার মান-অভিমানের অবসান হয়েছে।

স্বামী রাজের সঙ্গে মান-অভিমান ও বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, 'আমাদের মধ্য ঝগড়া হলেও আমরা তিনদিন ধরে এক ছাদের নিচে আছি। আমি মা হয়েছি, আমার সন্তান রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্যই এখন আমাদের সবকিছু।'

জানা যায়, বুধবার রাত ১২টার দিকে মান-অভিমান ভুলে এক হয়েছেন তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমণি। তার প্রমাণ হিসেবে ফেসবুকে পোস্টে দিয়েছেন স্বামী-সন্তানকে নিয়ে তার ছবি। বিস্তারিত জানতে চাইলে পরীমণি শুধু বলেন, ''২০ জানুয়ারি আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে, 'অ্যাডভেঞ্জার অব সুন্দরবন'। আমি পুরোদমে ছবিটির প্রচারণায় থাকছি। আপাতত এই ছবি নিয়েই থাকতে চাই।''

উল্লেখ্য, বছরের শুরুর দিন মধ্যরাতে পরীমণি এক স্ট্যাটাসে লিখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর