ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

২০২৩ জানুয়ারি ০৬ ১৪:৫৭:১৪
বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ১২ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তারা।

এর আগে আজ সকাল ৮টায় রাজধানীর গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর টুঙ্গিপাড়ায় পৌঁছায়।

এর আগে গত বছরের ৭ অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন চতুর্থবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর