ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঘন কুয়াশা: তিন ঘণ্টা পর ফেরি চালু পাটুরিয়া-দৌলতদিয়ায়

২০২৩ জানুয়ারি ০৬ ১২:২৩:০০
ঘন কুয়াশা: তিন ঘণ্টা পর ফেরি চালু পাটুরিয়া-দৌলতদিয়ায়

এদিকে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া ঘাট থেকে চরেরডাঙ্গা পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা পারাপারের জন্য অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ দুই নৌ-রুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।

ঘাটে ফেরির অপেক্ষায় থাকা মনছের আলী নামের এক যাত্রী জানান, ফেরি বন্ধ সকাল ৮টা থেকে ঘাটে পারাপারের জন্য অপেক্ষায় আছি। তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ প্রসঙ্গে আরিচা কার্যালয় বিআইডব্লিউউটিসির এজিএম আব্দুল সালাম রহমান বলেন, ‘আজ শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৮ পর্যন্ত ঘন কুয়াশায় নৌ-পথ দেখা না গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার পর ঘন কুয়াশা কমতে থাকলে এ দুই নৌ-রুটে ফেরি চলাচল আবার শুরু করা হয়।।’

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর