ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হলেন বিএনপির সাবেক দুই নেতা

২০২৩ জানুয়ারি ০৬ ১১:৫৩:৫৩
ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হলেন বিএনপির সাবেক দুই নেতা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ২টি আসনে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বগুড়া-৪ আসনে ৯ জন এবং বগুড়া-৬ আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।

এদিকে মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ–ইনু) একটি আসন ছেড়ে দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে আরেক আসনে দলীয় প্রার্থী দিয়েছে জাসদ।

বগুড়া-৪ এবং বগুড়া-৬ শূন্য আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮ জানুয়ারি মনোনয়ন বাছাই এবং ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

বগুড়া-৪ আসনে প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে এখন আর সক্রিয় নন তিনি। ব্যক্তিগত ইমেজের কারণেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কোন দল, কী ভাবল, কী সিদ্ধান্ত নিল তাতে তাঁর কিছুই যায়–আসে না।

বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল।

তিনি বলেন, ‘সদর উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়েছি। অনেক নেতা-কর্মী দলে কোণঠাসা এবং উপেক্ষিত। সাধারণ ভোটারের অনুরোধেই নির্বাচনে প্রার্থী হয়েছি। দলে বর্তমানে পদে নেই। এ কারণে দলের সিদ্ধান্ত অমান্য করার কোনো বিষয় নেই।’

সাবেক দুই নেতার বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্র ফেরানোর জন্য দলীয় সিদ্ধান্ত মেনে বিএনপির সদস্যরা পদত্যাগ করেছেন। এখন সেখানে দলীয় কোনো নেতার প্রার্থী হওয়ার সুযোগ নেই। যারা প্রার্থী হয়েছেন, তারা দলে কোনো পদে নেই। দলের সঙ্গে তাদের কোনো সর্ম্পকও নেই।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর