ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পুতিনের যুদ্ধবিরতির নির্দেশ প্রত্যাখ্যান করল ইউক্রেন

২০২৩ জানুয়ারি ০৬ ১০:৩৯:২৪
পুতিনের যুদ্ধবিরতির নির্দেশ প্রত্যাখ্যান করল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। রুশ অর্থোডক্স চার্চের অনুরোধে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষ্যে এ নির্দেশ দেয় পুতিন।

তবে ইউক্রেন যুদ্ধবিরতিতে যাবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র জার্মানি ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, কিয়েভের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য তারা অস্ত্রসজ্জিত সামরিক যান দিচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ শুক্রবার নতুন করে ২.৮ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করা হবে। যার মধ্যে ৫০টি অত্যাধুনিক সামরিক যান থাকবে।

পরে এক টুইটে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, ইউক্রেইনের ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করলে যুদ্ধবিরতি সম্ভব। ইউক্রেইন বিদেশি ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছে না। নিজেদের ভূখণ্ড দখলকারীদের ধ্বংস করছে।

অর্থোডক্স খ্রিস্টানরা ৬ ও ৭ জানুয়ারি ক্রিসমাস উদযাপন করবে। ইউক্রেইন ও রাশিয়ায় অনেক অর্থোডক্স খ্রিস্টান রয়েছে। এজন্য পুতিনের নির্দেশনাটি ০৬ জানুয়ারি দুপুর থেকে কার্যকর হবে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর