ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার

২০২৩ জানুয়ারি ০৫ ২১:৩৬:৫৬
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্তের পরপরই ‘ন্যাশনাল এনার্জি কনজারভেশন প্ল্যান’ নামে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, দেশটি বিয়ের অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার বাড়ানো হবে। সরকারি দপ্তরগুলোতে বিদ্যুতের ব্যবহার ৪০ শতাংশ কমানো হবে। এই পদক্ষেপের মাধ্যমে বছরে ৬ হাজার ২০০ কোটি রুপি (২৭৪.৩ মিলিয়ন ডলার) সাশ্রয় করতে পারবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর ডন, বিবিসির।

এ বৈঠকটি দিবালোকে হয়েছিল। বৈঠকের সময় ঘরের পাখা, বাতি বন্ধ রাখা হয়েছিল। নয়া নীতি অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাল্ব উৎপাদন বন্ধ থাকবে সেদেশে। কমানো হবে স্ট্রিট লাইটের ব্যবহার। তাছাড়া সরকারি বিল্ডিং ও অফিসগুলোতেও বিদ্যুতের ব্যবহার কমানো হবে। বিদ্যুৎ বাঁচাতে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হবে।

বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘বিদ্যুৎ বিভাগের পরামর্শ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সারা দেশে একযোগে কার্যকর হবে। বিদ্যুৎ বেশি খরচ হয় এমন বৈদ্যুতিক পাখার ওপর অতিরিক্ত কর বসানো হবে। এ ধরনের পাখার উৎপাদন ১ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, বাজারে অনেক ধরনের বিদ্যুৎ সাশ্রয়ী পাখা রয়েছে। এতে বছরে ১ হাজার ৫০০ কোটি রুপি সাশ্রয় হবে। এছাড়া এলইডি বাল্ব ব্যবহার করলে বছরে প্রায় ২ হাজার ৩০০ কোটি ডলার সাশ্রয় হবে।

বিবিসির এক প্রতিবেদনে সূত্রে জানা যায়, পাকিস্তানের বেশিরভাগ বিদ্যুৎই উৎপাদিত হয় আমদানি করা জীবাশ্ম জ্বালানি থেকে। গত বছর বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর দেশটির এমনিতেই বিপর্যস্ত অর্থনীতির ওপর চাপ আরও বেড়েছে। দেশটিতে পর্যাপ্ত জ্বালানি আমদানি করতে দরকার বিদেশি মুদ্রা, বিশেষত মার্কিন ডলার। গত বছর প্রায় ৫০ শতাংশ রিজার্ভ হারানো দেশটির কাছে ডিসেম্বর পর্যন্ত এক হাজার ১৭০ কোটি ডলার ছিল। এই অর্থ দেশটি তারা বড়জোর এক মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে। তাদের আমদানি ব্যয়ের সিংহভাগই যায় জ্বালানি কিনতে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর