ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জীবন বিমার শেয়ারে হঠাৎ উত্থান

২০২৩ জানুয়ারি ০৫ ১৬:৩৬:১২
জীবন বিমার শেয়ারে হঠাৎ উত্থান

সাম্প্রতিক সময়ে করোনা মহামারি পরবর্তীতে রাশিয়া উইক্রেন যুদ্ধের কারণে বেশ্বিক নানা সঙ্কট তৈরি হয়। এর ঢেউ এসে লাগে বাংলাদেশের অর্থনীতিতে এবং বিশেষ করে শেয়ারবাজারে। এই সঙ্কটেরও বছর খানেক পূর্বে বিমা খাতের শেয়ারে পতনের ধারা তৈরি হয়েছিল। বিনিয়োগকারীরা আশায় বুক বাঁধলেও বিমা খাতে সঙ্কটাবস্থা আরও ঘনিভূত হয়। অবশেষ আজ বিমা খাতের শেয়ার হঠাৎ উত্থান দেখা গেল।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে সর্বমোট লেনদেন হয়েছে ৩১৮ কোটি ০১ লাখ টাকার শেয়ার। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জীবন বিমা কোম্পানিগুলোর শেয়ারের। আজ জীবন বিমা কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ টাকার। যা ডি্এসইর মোট লেনদেনের ২০.৭৮ শতাংশ।

দর বৃদ্ধির খাতায় নাম লেখানো বিমা খাতের কোম্পানিগুলো হলো: প্রগতি লাইফ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের, প্রাইম লাইফ, পদ্মা লাইফ, ডেল্টা লাইফ, ফারইস্ট লাইফ, জনতা ইন্সুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ, ন্যাশনাল লাইফ, পপুলার লাইফ, প্রগ্রেসিভ লাইফ, রূপালী লাইফ, সন্ধানী ইন্সুরেন্স, সোনালী লাইফ এবং সানলাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১২ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রাইম লাইফ ইন্সুরেন্সের। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৮.২২ শতাংশ।

এছাড়া, দর বৃদ্ধি তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৬.৬৭ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৫.৮৩ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৫.৬০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৫.৩৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৪.১৭ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩.০২ শতাংশ দর বেড়েছে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

বাজার বিশ্লেষণ এর সর্বশেষ খবর

বাজার বিশ্লেষণ - এর সব খবর