ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এমডি নিয়োগে আরও সময় চায় ডিএসই

২০২৩ জানুয়ারি ০৫ ০৯:০৯:৪৪
এমডি নিয়োগে আরও সময় চায় ডিএসই

গতকাল বুধবার (৪ জানুয়ারি) ডিএসইর একাধিক কর্মকর্তা সূত্রে বিষয়টি জানা গেছে। তবে ডিএসইর ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার এ ব্যাপারে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে আবেদন করেন ডিএসইর এমডি।

ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগের কমিশন আমাদের এক মাসের সময় দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত নিয়োগের প্রস্তাব ঠিক হয়নি। এ অবস্থায় নমিনেশন ও রিমুনেরেশন কমিটির প্রস্তাবনা এখনও সঠিকভাবে আসেনি। তাই ডিএসইর পর্ষদ নতুন করে বিএসইসির কাছে সময় চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ডিসেম্বরেও বিএসইসির কাছে সময় চেয়েছিল ডিএসই। এর পরিপ্রেক্ষিতে ৬ জানুয়ারি পর্যন্ত এক মাস সময় বাড়িয়েছিল বিএসইসি। এবার আবারও তিন মাস সময় চাইল ডিএসই।

উল্লেখ্য, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তারিক আমিন ভূঁইয়া। সংস্থাটির চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের কাছে একটি ই-মেইলর মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর