ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘চলমান সংকটেও সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক’

২০২২ নভেম্বর ১৪ ২৩:০৯:৪৪
‘চলমান সংকটেও সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক’

মার্টিন রাইজার বলেন, ইউক্রেনের যুদ্ধ, কোভিড মহামারীর প্রভাব এবং জলবায়ু সংকট বিশ্ব অর্থনীতির জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রতিটি দেশ এটি মোকাবেলা করতে সংগ্রাম করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ আর্থিক ও আর্থিক খাতের সংস্কার অব্যাহত রাখবে এবং মানব পুঁজি এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় বিনিয়োগ করবে। এর মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি বজায় রাখা। বিশ্বব্যাংক এই চ্যালেঞ্জিং সময়ে এই প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করতে প্রস্তুত রয়েছে।

সোমবার তিন দিনের সফরের শেষ দিনে তিনি এ কথা বলেন। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সার্কুলারে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার সোমবার তার দ্বিতীয় বাংলাদেশ সফর শেষ করেছেন। এদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

তিনি জলবায়ু পরিবর্তনের অভিযোজন এবং দুর্যোগ প্রস্তুতিতে দেশের অগ্রণী ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, গত ৫০ বছর ধরে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রার অংশ হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। দ্রুত দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যান্য অনেক দেশের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি এবং গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেছে।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর