ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ব্যাংকে উদ্বৃত্ত তারল্য প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা

২০২২ নভেম্বর ১৪ ২৩:০৫:২৯
ব্যাংকে উদ্বৃত্ত তারল্য প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা

এমন পরিস্থিতিতে ব্যাংকের গ্রাহকরা আমানত তুলে নিচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় কোনো ব্যাঘাত ঘটলে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা সমাধানের পদক্ষেপ নেবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ সোমবার বিকেলে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের পরিচালক ও সহকারী মুখপাত্র সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ব্যাংক থেকে আমানত উত্তোলনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো লিখিত অভিযোগ আছে কি না জানতে চাইলে মুখপাত্র বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের অফিসাররা গ্রামে গিয়ে সাধারণ মানুষের এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন।

সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার প্রকাশ করে সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছে।

আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকের তারল্যের অবস্থান নিয়ে ব্যাংকের সব ব্যবস্থাপনা পরিচালককে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। তবে সে সময় ব্যাংকে আমানত নিয়ে কোনো ব্যাংকে এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। তবে কিছু ব্যাংক সংস্কার বা পুনর্গঠন করা হয়েছে। আশা করি ভবিষ্যতে বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ থাকবে না। ব্যাংকে মানুষের আমানত সম্পূর্ণ নিরাপদ। ব্যাংকে মানুষের সঞ্চয় নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু হয়নি।

এ সময় আবুল কালাম আজাদ আরও বলেন, বাণিজ্যিক এলসি খোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো নিষেধাজ্ঞা নেই। ব্যাংকগুলো তাদের রেমিট্যান্স আয় এবং রেমিট্যান্স ব্যয়কে একটি দরকারী বৈদেশিক মুদ্রা তহবিল হিসেবে বিবেচনা করে ঋণ খুলছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ নির্দেশনা অনুযায়ী মনিটরিং করছে। এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রায় কোনো খেলাপি হয়নি এবং বাংলাদেশ ব্যাংক তা হতে দেবে না। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক পরামর্শ ও সহায়তা দেবে।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর