ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গাইবান্ধার ভোটকেন্দ্রে ডাকাত নেই: ইসি রাশেদা

২০২৩ জানুয়ারি ০৪ ১৪:৫৫:৩৪
গাইবান্ধার ভোটকেন্দ্রে ডাকাত নেই: ইসি রাশেদা

আজ বুধবার দুপুরে নির্বাচনের বিষয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন।

ব্যাপক কড়াকড়ি আর নজরদারির মধ্যে বুধবার গাইবান্ধায় ইভিএমে পুনর্ভোট হচ্ছে। আগেরবারের মতই ঢাকা থেকে সিসি ক্যামেরায় ১৪৫টি কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনাররা।

এদিন সকালে কনকনে শীতের মধ্যে ভোটের প্রথম আড়াই ঘণ্টায় উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। ওই সময় পর্যন্ত ১০ শতাংশের মত ভোট পড়েছে বলে ধারণা দেন এ নির্বাচন কমিশনার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সকালে থেকে আমরা দেখছি পাচ্ছি- সাড়ে ৮টা থেকে ইভিএমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ পর্যন্ত ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখা মতে ভালো হচ্ছে। সুন্দর হচ্ছে এ পর্যন্ত। কোনো অনিয়ম নাই। গতবার যে সিচুয়েশন দেখতে পাচ্ছিলাম, এবার সে সরকম সিচুয়েশন নেই।

নির্বাচন কমিশনের পঞ্চম তলায় ইসির নিয়ন্ত্রণ কক্ষে বসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান ভোট পর্যবেক্ষণ করছেন।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর