ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টেলিফোনে কথা বলবেন পুতিন-এরদোগান

২০২৩ জানুয়ারি ০৪ ১২:০৪:৩৫
টেলিফোনে কথা বলবেন পুতিন-এরদোগান

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে এই দুই নেতা কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

আজ বুধবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ইন্টারফক্স।

যদিও দুই দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর একাধিবার ফোনে কথা বলেছেন পুতিন ও এরদোয়ান। ইউক্রেন যুদ্ধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেন এই দুই নেতা। সম্প্রতি ন্যাটোর সাবেক এক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে রাশিয়া-ইউক্রেন।

তবে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর