ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বোনাস ডিভিডেন্ডের নিয়মে বিএসইসির নীতিমালা পরিবর্তন

২০২২ নভেম্বর ১৪ ২২:৪৭:১৬
বোনাস ডিভিডেন্ডের নিয়মে বিএসইসির নীতিমালা পরিবর্তন

বিএসইসি জানিয়েছে, বার্ষিক সাধারণ সভা বা এজিএমের আগেই তালিকাভুক্ত কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেবে। তারপর এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে বোনাস শেয়ার বিতরণ করবে কোম্পানিগুলো।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘যদি কোন কোম্পানি বোনাস শেয়ার ঘোষণা করে তাহলে বার্ষিক সাধারণ সভা বা এজিএমের আগেই নিয়ন্ত্রক সংস্থার কাছে বোনাস শেয়ারের অনুমোদন নিয়ে নিতে হবে।’

বিষয়টি ব্যাখ্যা করে তিনি আরও জানান, ‘আমাদের আগের নিয়ম ছিল, বার্ষিক সাধারণ সভায় বোনাস শেয়ার বা ডিভিডেন্ড অনুমোদন নেওয়ার পর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য প্রেরণ করতো। কিন্তু বিষয়টি কোম্পানি আইনের সঙ্গে সাংঘর্ষিক। কারণ কোম্পানি আইন অনুযায়ী শেয়ারহোল্ডাররাই কোম্পানির সব।’

তিনি জানান, বিএসইসি গত ৩ অক্টোবর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। যা গত ৬ নভেম্বর ২০২২ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

বিষয়টি আরও পরিস্কার করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘বোর্ড যদি বোনাস শেয়ার ঘোষণা করে তাহলে তারা ঘোষণার পরই বার্ষিক সাধারণ সভার আগে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি কমিশন অনুমোদন দেয় তাহলে শেয়ার হোল্ডাররা বোনাস শেয়ার পাবে। আর যদি কমিশন অনুমোদন না দেয় তাহলে শেয়ার হোল্ডাররা কোনো বোনাস পাবে না।’

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর