ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

আগের সূচিতে ফিরছে দেশের শেয়ারবাজার

২০২২ নভেম্বর ১৪ ১৮:৩৬:৩১
আগের সূচিতে ফিরছে দেশের শেয়ারবাজার

এর আগে গত ২৪ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসসূচি সকাল ৮টা থেকে করার পর শেয়ারবাজারের লেনদেন শুরু হয় সকাল সাড়ে ৯টায়। চলে ১টা ৫০ মিনিট পর্যন্ত।

আড়াই মাস পর সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৫ নভেম্বর থেকে অফিস শুরু হবে সকাল ৯টা থেকে। আর ব্যাংকে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে। ব্যাংকের লেনদেনের সঙ্গে মিল রেখে শেয়ারবাজারের লেনদেনের এই সূচি ঠিক করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, সকাল ১০টায় লেনদেন শুরুর আগের পাঁচ মিনিট থাকবে প্রি সেশন। অর্থাৎ ৯টা ৫৫ মিনিট থেকে শেয়ার কেনার বা বেচার আদেশ দেয়া যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১০ মিনিট। অর্থাৎ সমাপনী দর বা ক্লোজিং প্রাইসে শেয়ার লেনদেন করা যাবে বেলা ২টা ২০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর