ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সিএসই-৩০ ইনডেক্সে যুক্ত হয়েছে ৮ কোম্পানি

২০২৩ জানুয়ারি ০২ ২১:৪১:৩৯
সিএসই-৩০ ইনডেক্সে যুক্ত হয়েছে ৮ কোম্পানি

সিএসই-৩০ ইনডেক্সে নতুন করে ৮টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের তালিকা থেকে ৮টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। আজ সোমবার সিএসই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স কোম্পানি, লিন্ডে বাংলাদেশ, পাওয়ার গ্রিড কোম্পানি, প্রিমিয়ার সিমেন্ট মিলস, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

নতুন যুক্ত কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, ডেল্টা ব্র্যাক হাউজিং, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।

সিএসই-৩০ ইনডেক্সে ৩০ কোম্পানির নাম : বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ স্টিল-রি রোলিং মিলস্, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, বিএসআরএম স্টিলস্, ডেল্টা ব্র্যাক হাউজিং, ঢাকা ব্যাংক, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস্, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, আইডিএলসি ফাইনান্স, যমুনা ব্যাংক, যমুনা অয়েল কোম্পানী, মতিন স্পিনিং মিলস, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, এনসিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাসট্রিজ, পদ্মা অয়েল কোম্পানি, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্, স্কয়ার টেক্সটাইল, একমি ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং উত্তরা ব্যাংক লিমিটেড।

সিএসই জানিয়েছে, সিএসই-৩০ ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ২০.৫৩ ভাগ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৩১.৯৪ ভাগ।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর