ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অভাবনীয় দর পতনের কবলে শীর্ষ লেনদেনের ২৬ কোম্পানি

২০২৩ জানুয়ারি ০২ ১৮:১৭:৪৮
অভাবনীয় দর পতনের কবলে শীর্ষ লেনদেনের ২৬ কোম্পানি

বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার শীর্ষ লেনদেনের ২৬ কোম্পানির অভাবনীয় দরপতন শঙ্কটকে আরও ঘনীভূত করেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, শীর্ষ লেনদেনের কোম্পানির এত দীর্ঘ সারির পতন স্মরণকালে দেখা যায়নি।

শীর্ষ লেনদেনের ২৬ কোম্পানির অভাবনীয় পতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা। লেনদেনের শীর্ষ অবস্থান দখল করেও কোম্পানিটির দর পতন হয়ে ফ্লোর প্রাইসে স্থান নিয়েছে। কোম্পানিটির আজ ১২ লাখ ৩৯ হাজার ১৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকা।

আগের দিন রোববার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৮০ টাকা ৯০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে দর হয়েছে ৭৯ টাকা ৬০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির শেয়ার দর দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ১.৬১ শতাংশ। এটি কোম্পানিটির ফ্লোর প্রাইস।

এভাবে, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা পতনের কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিকের ৮ টাকা ২০ পয়সা বা ৬.৬০ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ১ টাকা ৮০ পয়সা বা ৪.৫১ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১২ টাকা ৩০ পয়সা বা ৫.৪৫ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৩৯ টাকা ৮০ পয়সা বা ৭.৫০ শতাংশ, সী-পার্ল হোটেলের ৯০ পয়সা বা ০.৪৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ২ টাকা ২০ পয়সা বা ২.৯৯ শতাংশ, চার্টার লাইফ ইন্সুরেন্সের ৫০ পয়সা বা ০.৮২ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ১ টাকা ৬০ পয়সা বা ২.০৪ শতাংশ, মনোস্পুল পেপারের ১৯ টাকা ৬০ পয়সা বা ৭.০৬ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ২ টাকা ২.৬১ শতাংশ, এডিএন টেলিকমের ৫ টাকা ৭০ পয়সা বা ৫.৫১ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২ টাকা ৮০ পয়সা বা ২.৪৭ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর ৯০ পয়সা বা ২.৯৩ শতাংশ, নাভানা ফার্মার ২ টাকা ৪০ পয়সা বা ৩.১৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ২ টাকা ১০ পয়সা বা ৪.১৭ শতাংশ, জেমিনি সিফুডের ১৬ টাকা ৫০ পয়সা বা ৪.৬১ শতাংশ, এডভেন্ট ফার্মার ৩০ পয়সা ১.২২ শতাংশ, জেএমআই হসপিটালের ১ টাকা ১০ পয়সা বা ১.৫৩ শতাংশ, লুব রেফের ৪০ পয়সা বা ১.১২ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৬০ পয়সা বা ২.০৬ শতাংশ, বিডি থাই ফুডের ১ টাকা ৬০ পয়সা বা ৩.৩০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৩০ পয়সা বা ..৫৩ শতাংশ, ইউনিক হোটেলের ৮০ পয়সা বা ১.৬৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২ টাকা ৪০ পয়সা বা ১.৯৮ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের ৫ টাকা ৭০ পয়সা বা ২.১৯ শতাংশ পতন হয়েছে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর