ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিচ্ছেদের কথা স্বীকার করে নিলেন রাজ

২০২৩ জানুয়ারি ০২ ১৮:১৬:৪৭
বিচ্ছেদের কথা স্বীকার করে নিলেন রাজ

সম্প্রতি ৩১ ডিসেম্বর প্রথম প্রহরে পরীমণি ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না। পরীমণি তার স্ট্যাটাসে বলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

এদিকে ১ জানুয়ারি রাজের হাতে আহত হয়ে রক্তাক্ত বালিশ ও বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন পরীমণি। তবে শেষ পর্যন্ত তিনি সংবাদ সম্মেলন করছেন না। আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না। এ পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।

পরে বিকেলের দিকে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শরিফুল রাজ। তিনি বলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে, এসবের কিছুই আমি জানিও না। জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমাচ্ছি, ঘুমানোর চেষ্টা করছি।’

পরবর্তীতে পরীর সঙ্গে বিচ্ছেদের কথাও স্বীকার করে নেন রাজ। তিনি জানান, পরীর সঙ্গে তার সম্পর্ক আর জোড়া লাগছে না। এক প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না। এ পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।’

পরীমণির অভিযোগের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করা প্রসঙ্গে রাজ বলেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো তার সে অধিকার আছে।’

‘আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কি না, তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি, আমি কোনো ভুল করিনি।’

এদিকে পরীমণির সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ ঘটতে যাচ্ছে বলেও জানালেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘না, আর হবে না।’ ফেসবুকে পরীমণির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা। সে সময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর