ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

২০২৩ জানুয়ারি ০২ ১৬:২৫:২২
আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় না হওয়ায় ক্রমাগতই লেনদেন ও সূচক কমে রেকর্ড করছে একের পর এক। সূচক ও লেনদেনের এমন পতনে আতঙ্ক বাড়ছে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। নতুন বছরে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবার ইঙ্গিত থাকলে প্রথম দুই কাযদিবসের পতনে বিনিয়োগকারীদের মাঝে আতঙ্গ বেড়েছে আরও বেশি।

কারণ প্রতিদিনই কমছে বিনিয়োগকারীদের পুঁজি। তাই অনেকেই এখন নিজেদের পুঁজি বাজার থেকে তুলে নেওয়ারও চেষ্টা করছেন। বিনিয়োগকারীদের এমন আতঙ্কে আজ লেনদেন কমে অবস্থান করছে আড়াই বছরের মধ্যে সর্বনিন্ম অবস্থানে।

সোমবারের শেয়ারবাজার পর্যালোচনা:

আজ (০২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৭৭.৮৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৫৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫১.০১ পয়েন্টে এবং দুই হাজার ১৯১.৪৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭টির, শেয়ার দর কমেছে ১৫৮টির এবং ১৬৪টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬১.২৭ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭টির দর বেড়েছে, কমেছে ৫১টির আর ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর