ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

যে কারণে এমবি ফার্মার মূলধন বৃদ্ধির পরিকল্পনা বাতিল

২০২৩ জানুয়ারি ০২ ০৭:১৪:৪৪
যে কারণে এমবি ফার্মার মূলধন বৃদ্ধির পরিকল্পনা বাতিল

কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির স্টক ডিভিডেন্ড বাতিল করে দিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির মূলধন বৃদ্ধির এ পরিকল্পনা বাতিল হয়ে গেল।

তথ্যানুসারে, এমবি ফার্মাসিউটিক্যালস স্টক ডিভিডেন্ড ঘোষণার পর ডিএসইর পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে বিএসইসির প্রজ্ঞাপনের শর্ত পরিপালন না করেই কোম্পানিটি স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। মূলত টানা দুই বছর তালিকাভুক্ত কোনো কোম্পানি ন্যূনতম ১০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হলে সেক্ষেত্রে কমিশনের পূর্বানুমতি ছাড়া সে কোম্পানি কোনো ধরনের স্টক ডিভিডেন্ড ঘোষণা করতে পারে না।

কিন্তু কোম্পানিটি গতবছর ২০২১ সালে কোনো ডিভিডেন্ড দেয়নি। সে ক্ষেত্রে কোম্পানিটি শর্ত অনুসারে বিএসইসির পূর্বানুমতি ছাড়া স্টক ডিভিডেন্ড ঘোষণা করে আইনের ব্যত্যয় ঘটিয়েছে। যে কারণে কোম্পানিটির স্টক ডিভিডেন্ডে বিএসইসি সায় দিতে পারেনি।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৪২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৬ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ১৮ টাকা ৬৮ পয়সায়।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২০ পয়সায়।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ কোটি ৫০ লাখ টাকা। পরিশোধিত মূলধন ২ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ কোটি ৮ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ২৪ লাখ। যার মধ্যে উদ্যেক্তাদের কাছে রয়েছে ৭৭.২৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩.৭৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯.০১ শতাংশ শেয়ার।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর