ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চালকের আসনে ওরিয়ন গ্রুপের দুই শেয়ার

২০২৩ জানুয়ারি ০১ ১৮:৪৬:৪৫
চালকের আসনে ওরিয়ন গ্রুপের দুই শেয়ার

আজ বাজারের লেনদেনে নতুন গ্রুপের আর্বিভাব হয়েছে। সেটি হলো ওরিয়ন গ্রুপ। আজ ওরিয়ন গ্রুপের দুই কোম্পানি শীর্ষ লেনদেন তালিকায় উঠে এসেছে। এ গ্রুপের স্বল্প মূলধনী কোম্পানি ওরিয়ন ইনফিউশন চালকের আসনে উঠে এসেছে। ডিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক সময়ে তেজিভাবে থাকা ওরিয়নের গ্রুপের কোনো না কোনো কোম্পানি লেনদেনের নেতৃত্বে উঠে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ওরিয়ন গ্রুপের ওরিয়ন ইনফিউশন ও ওরিয়ন ফার্মা লেনদেনের শীর্ষ তালিকায় দাপটের সঙ্গে উঠে এসেছে। কোম্পানি দুটির মধ্যে ওরিয়ন ইনফিউশনের দর বাড়লেও ওরিয়ন ফার্মার দর কমেছে।

ওরিয়ন ইনফিউশন

ওরিয়ন ইনফিউশনের আজ ৩ লাখ ৩৮ হাজার ৫২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৫ লাখ ৮ হাজার টাকা।

আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫২৭ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৩০ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ০.৬৪ শতাংশ।

উল্লেখ্য, ছোট মূলধনী কোম্পানি ওরিয়ন ইনফিউশন ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৬ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪০.৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.১০ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪.২৫ শতাংশ এবং বিদেশিদের কাছে ০.০৪ শতাংশ শেয়ার।

কোম্পানিটির ডিভিডেন্ড ইতিহাস মোটামুটি ভালো। সর্বশেষ ২০২২ অর্থবছর শেষে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে (সংশোধিত)। আগের বছর ২০২১ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০২০ সালেও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ওরিয়ন ফার্মা

ওরিয়ন ফার্মার আজ ১০ লাখ ৮৭ হাজার ৯৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা।

আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮২ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮০ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ২.১৮ শতাংশ।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৩৪ কোটি টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৮৩১ কোটি ৭৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৪০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩১.৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৪২ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬.৪৬ শতাংশ এবং বিদেশিদের কাছে ১.১৪ শতাংশ শেয়ার।

ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড ইতিহাসও মোটামুটি স্থিতিশীল। সর্বশেষ ২০২২ অর্থবছর শেষে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। আগের বছর ২০২১ সালে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০২০ সালেও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর