ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সিটি ব্যাংক চেয়ারম্যানের বিরুদ্ধে স্ত্রীর চার মামলা

২০২৩ জানুয়ারি ০১ ০৭:২৫:৪৭
সিটি ব্যাংক চেয়ারম্যানের বিরুদ্ধে স্ত্রীর চার মামলা

মামলায় আজিজ আল কায়সার টিটোর বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

তবে হয়রানি করাসহ বিশেষ কিছু উদ্দেশ্যে মামলা করা হয়েছে বলে দাবি করেছেবিবাদীপক্ষ। বিবাদীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে।

অভিযোগ রয়েছে, মূলত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এমএ হাসেম পরিবারের সুনাম ক্ষুণ্ন করাসহ অসদুপায়ে আর্থিকভাবে লাভবান হতে বাদীকে পেছন থেকে অনেকে ইন্ধন দিচ্ছেন।

আদালত সূত্রে জানা গেছে, বাদী ময়নার পক্ষে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মোট চারটি মামলার আবেদন করা হয়। আদালত একটি মামলা আমলে নিয়ে আজিজ আল কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অপর ৩টি আবেদন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রেকর্ড করে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তবে আজিজ আল কায়সার বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

আজিজ আল কায়সারের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, মূলত তাঁকে সিটি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরাতে কিছু বানোয়াট অভিযোগ প্রস্তুত করে হয়রানিমূলক মামলার ফাঁদ পাতা হয়েছে। তাঁর স্ত্রী ময়না সিটি ব্যাংকের পরিচালক পদে থাকায় তাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর