ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শীর্ষ লেনদেনের চার কোম্পানির বাহারি রিজার্ভ

২০২২ ডিসেম্বর ৩১ ১৪:৩১:৫৮
শীর্ষ লেনদেনের চার কোম্পানির বাহারি রিজার্ভ

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসা সবগুলো কোম্পানি ‘এ’ ক্যাটাগরির। কোম্পানিগুলো বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিয়েছে এবং কোম্পানিগুলোর রিজার্ভও বেশ ভালো। কয়েকটি কোম্পানির রিজার্ভ পরিশোধিত মূলধনের কয়েকগুণ। যা কোম্পানিগুলো যে আর্থিকভাবে মজবুত, তা স্পষ্ঠভাবে নির্দেশনা প্রদান করে।

ডিভিডেন্ডের পরিমাণ

কোম্পানিগুলোর মধ্যে ডিভিডেন্ডে এগিয়ে আছে ওরিয়ন ইনফিউশন ও বিএসসি। সর্বশেষ অর্থবছরে ওরিয়ন ইনফিউশন বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ২০ শতাংশ ক্যাংশ (সংশোধিত), বিএসসি ২০ শতাংশ ক্যাশ, প্রগতি লাইফ ১১ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক, জেনেক্স ইনফোসিস ১১ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক, মুন্নু সিরামিক ১০ শতাংশ ক্যাশ, ইন্ট্রাকো ১০ শতাংশ ক্যাশ, ওরিয়ন ফার্মা ১০ শতাংশ ক্যাশ, বসুন্ধরা পেপার ১০ শতাংশ ক্যাশ ও এডিএন টেলিকম ১০ শতাংশ ক্যাশ।

কোম্পানিগুলোর মধ্যে আগের বছর ২০২১ সালে ডিভিডেন্ড দিয়েছিল জেনেক্স ইনফোসিস ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক, ওরিয়ন ফার্মা ১২ শতাংশ ক্যাশ, প্রগতি লাইফ ১২ শতাংশ ক্যাশ, বিএসসি ১২ শতাংশ ক্যাশ, ওরিয়ন ইনফিউশন ১০ শতাংশ ক্যাশ, মুন্নু সিরামিক ১০ শতাংশ ক্যাশ, ইন্ট্রাকো সিএনজি ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক, বসুন্ধরা পেপার ১০ শতাংশ ক্যাশ, এডিএন টেলিকম ১০ শতাংশ ক্যাশ ও সী পার্ল হোটেল ১ শতাংশ ক্যাশ।

রিজার্ভের পরিমাণ

কোম্পানিগুলোর মধ্যে পরিশোধিত মূলধনের তুলনায় সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির পরিশোধিত মূলধন হলো ৩৭ কোটি ৭৩ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২৭৫ কোটি ৪১ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতের রিজার্ভ রয়েছে ৭.৩০ গুণ বেশি।

এরপর রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ২৩৪ কোটি টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৮৩০ কোটি ৫৮ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতের রিজার্ভ রয়েছে ৩.৫৫ গুণ বেশি।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির পরিশোধিত মূলধন হলো ১৫২ কোটি ৫৪ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৪৮৮ কোটি ৯৫ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতের রিজার্ভ রয়েছে ৩.২১ গুণ বেশি।

বসুন্ধরা পেপারের পরিশোধিত মূলধন হলো ১৭৩ কোটি ৮০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৪৬৩ কোটি ৪৭ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতের রিজার্ভ রয়েছে ২.৬৭ গুণ বেশি।

এছাড়া, এডিএন টেলিকমের রিজার্ভের পরিমাণ ৭২ কোটি ১৬ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ১.১২ গুণ, জেনেক্স ইনফোসিসের রিজার্ভের পরিমাণ ৭৪ কোটি ৫৪ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ০.৬৬ গুণ, ওরিয়ন ইনফিউশনের রিজার্ভের পরিমাণ ৬ কোটি ৩২ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ০.৩১ গুণ, ইন্ট্রাকো সিএনজির রিজার্ভের পরিমাণ ১২ কোটি ৪৮ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ০.১৩ গুণ, সী-পার্ল হোটেলের রিজার্ভের পরিমাণ ৭ কোটি ৬১ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ০.০৬ গুণ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের রিজার্ভ নেই।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর