ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দক্ষিণ কোরিয়াকে তিন ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

২০২২ ডিসেম্বর ৩১ ১০:৪৯:২২
দক্ষিণ কোরিয়াকে তিন ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

এর আগে ২০১৭ সালের পর প্রথমবারের মতো গত সোমবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ড্রোন উড়ায় উত্তর কোরিয়া। এর পাঁচ দিন পর ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি।

এদিকে, আগের চেয়ে এ বছর সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম জং উন সরকার। যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়া সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সেটিকে যুক্তরাষ্ট্র বা এর মিত্রদের জন্য হুমকির কারণ হিসেবে দেখা হচ্ছে না।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ গুরুতর উসকানি। এসব কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।’

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর