ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুয়াশার কারণে সারাদেশে কনকনে শীত

২০২২ ডিসেম্বর ৩০ ১৪:৫৫:৪৫
কুয়াশার কারণে সারাদেশে কনকনে শীত

কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক, নৌ ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার কুয়াশাচ্ছন্ন সড়কে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ফরিদপুরে ভাঙা ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন।

দেশের আরও কয়েকটি স্থানে কুয়াশার কারণে দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। কোথাও কোথাও দিনেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলেছে।

দুর্ঘটনা এড়াতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয়। এতে ওই সড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কুয়াশার কবলে মেঘনায় কয়েকটি লঞ্চ মাঝ নদীতে আটকা পড়ে। এতে গন্তব্যে পৌঁছতে কয়েক ঘণ্টা দেরি হয় যাত্রীদের।

রাজশাহী, নওগাঁ, নীলফামারী, পাবনা ও চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কনকনে শীতে নিম্ন আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হলেও কাজ পাচ্ছেন না। ঠান্ডাজনিত অসুখে ভুগছে শিশু ও বয়স্করা।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর