ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সালতামামি ২০২২: শোবিজ অঙ্গনে ৫ ঘটনা

২০২২ ডিসেম্বর ৩০ ১৪:৪০:৩০
সালতামামি ২০২২: শোবিজ অঙ্গনে ৫ ঘটনা

শিল্পী সমিতির মামলা

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সারা দেশেই আলোচনার বিষয় ছিল এবারের নির্বাচন। এতে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান। এর পরই আলোচনা-সমালোচনার ঝড় উঠে। কারণ, সাধারণ সম্পাদকপ্রার্থী নিপুণ নির্বাচন কমিশন ‘পক্ষপাতদুষ্টু’ বলে মন্তব্য করেন। নির্বাচনের আপিল বিভাগ তাকে বিজয়ী ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন জায়েদ। তবে সবশেষ গত নভেম্বরে তার প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন।

জায়েদ জানান, বিষয়টি আপিলের শুনানি হবে। পুরো বছর পার হয়ে গেলেও সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

কোক স্টুডিও

সংগীতশ্রোতারা দীর্ঘদিন ভারত-পাকিস্তানের কোক স্টুডিওর গানে মেতেছিলেন। অপেক্ষায় ছিলেন এ দেশেও কবে এমনটা হবে? সেই প্রতীক্ষার সমাপ্তি ঘটে চলতি বছর। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশেও যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও বাংলা’।

৭ ফেব্রুয়ারি মুক্তি পায় কোক স্টুডিও বাংলার প্রথম কাজ ‘একলা চলো’। এরপরই আসে বড় চমক। মুক্তি পায় পান্থ কানাই ও অনিমেষ রায়ের কণ্ঠে ‘নাসেক নাসেক’।

প্রথম সিজনে ১০টি গান প্রকাশিত হয়। কোক স্টুডিও বাংলায় প্রযোজক ও সংগীতায়োজনের দায়িত্বে রয়েছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। এ বছরের শুরু হয়েছে এর দ্বিতীয় সিজনের কাজ।

সুদিনের ‘হাওয়া’

বাংলা চলচ্চিত্রের দুর্দিনে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিল সুদিনের বার্তা। চলতি বছরের সবচেয়ে আলোচিত এ সিনেমা মুক্তি পায় ২৯ জুলাই। এটা মুক্তির পরের কয়েক মাস বাংলা চলচ্চিত্রের ইতিবাচক বাকবদল ঘটে। মুক্তি পায় ‘পরাণ’, ‘দামাল’র মতো ছবি। পরের তিন মাস বাম্পার ব্যবসা করে মাল্টিপ্লেক্সগুলো। ঈদের পর থেকে টানা ৫ মাস বন্ধ হয়নি উৎসবে চালু হওয়া কোনো প্রেক্ষাগৃহ।

অন্যদিকে ‘হাওয়া’ চলচ্চিত্র দেশ ও দেশের বাইরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একইসঙ্গে সিনেমাটি ভালো ব্যবসাও করেছে।

গ্র্যামিতে মনোনয়ন

প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায় জায়গা করে নেন কণ্ঠশিল্পী আরমীন মুসা। বার্কলে ইন্ডিয়ান অ্যানসেম্বলের ‘শুরুওয়াত’ অ্যালবামে তার গাওয়া ‘জাগো পিয়া’ গানটির মাধ্যমেই এ মাইলফলক ছোঁয়া।

৬৫তম গ্র্যামিতে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া গানটি লিখেছেন আরমীন মুসার মা নাশিদ কামাল। এ অ্যালবামে কাজ করেছেন ভারতের ওস্তাদ জাকির হোসেন ও শংকর মহাদেবনের মতো গুণী শিল্পীরা।

বলিউড ছাপিয়ে অন্যরা

বছরজুড়ে বলিউড ছাপিয়ে এগিয়ে ছিল দক্ষিণী ইন্ডাস্ট্রি। ‘আরআরআর’, ‘পুষ্পা’, ‘কেজিএফ ২’র মতো প্যান-ইন্ডিয়ান সিনেমাগুলো ব্যাপক আলোচিত ও ব্যবসাসফল হয়। প্রভাব পড়ে বাংলাদেশেও।

ব্যবসায়ী সুকেশ চন্দ্র শেখরের মামলায় নাম জড়িয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত জ্যাকুলিন ফার্নান্দেজ ও ইন্দো-কানাডিয়ান মডেল নোরা ফাতেহি। যে কারণে চলতি বছর ভারতীয় তারকাদের ছাপিয়ে আলোকচ্ছটা ছিল তাদের দিকেই। বছর শেষে বাংলাদেশও ঘুরে গেছেন নোরা।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর