ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অং সান সু চিকে আরও সাত বছরের কারাদণ্ড

২০২২ ডিসেম্বর ৩০ ১৪:২৮:২৮
অং সান সু চিকে আরও সাত বছরের কারাদণ্ড

এই নিয়ে তার ৩৩ বছরের জেল হলো। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দী হন গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিয়ানমারের এ নেত্রী।

২০২১ সাল থেকে অং সান সু চি গৃহবন্দি অবস্থায় আছেন। এরপর গত ১৮ মাসে সু চি ১৯টি বিচারের মুখোমুখি হয়েছেন। মানবাধিকার গ্রুপগুলো সু চির বিরুদ্ধে আনা এসব অভিযোগকে বানোয়াট বলে অভিহিত করেছে।

শুক্রবার সু চিকে পাঁচটি অভিযোগে সাজা দেওয়া হয়। এর মধ্যে একটি হলো একজন সরকারি মন্ত্রীর জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়ার নিয়ম অনুসরণ না করা। এই অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। এর আগে তাকে ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর