ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় দিনেও মেট্রোরেলের মেশিন অকার্যকর

২০২২ ডিসেম্বর ৩০ ১২:০০:৫৭
দ্বিতীয় দিনেও মেট্রোরেলের মেশিন অকার্যকর

স্টেশনটির ভিতরে স্থাপিত ৬টি টিকিট বিক্রয় মেশিনের ৫ অকার্যকর থাকায় কাউন্টারে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, এ স্টেশনে গেট এ ও বি’র ৪টির দুটি খোলা রাখা হয়েছে। সীমিত সংখ্যক যাত্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

টিকিট বিক্রয় মেশিনের পাশে দায়িত্বরতরা জানিয়েছেন, মোট ছয়টি টিকিট বিক্রয় মেশিনের মধ্যে একটি চলছে, আরেকটি মাঝেমধ্যে সক্রিয় হচ্ছে।

তারা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি ও যাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ভিতরের অর্ধেক এন্ট্রি পয়েন্ট ব্লক করে রাখা হয়েছে।

আর যাত্রীরা জানিয়েছেন, তারা দূর-দূরান্ত থেকে মেট্রোরেল দেখতে এসে টিকিট কেনার লাইনে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর