ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে প্রথম ইটিএফ অনুমোদন

২০২২ ডিসেম্বর ৩০ ১১:৪০:২৯
শেয়ারবাজারে প্রথম ইটিএফ অনুমোদন

সম্প্রতি বিএসইসির ৮৪৯তম কমিশন সভায় লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের ১০০ কোটি টাকা এবং ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট ও ডন গ্লোবাল লিমিটেডের ৫০ কোটি টাকার ইটিএফ অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। ১০০ কোটি টাকার এ ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড কিছু শর্ত সাপেক্ষে বিএসইসি অনুমোদন দিয়েছে।

১৯০৮ সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে এ ফান্ডটির ট্রাস্ট ডিডটি নিবন্ধন করতে হবে। এ ফান্ডে উদ্যোক্তা ১০ শতাংশ ও সম্পদ ব্যবস্থাপক ২.৫০ শতাংশ বিনিয়োগ করবে। বাকি অর্থ প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের মাধ্যমে সংগ্রহ করা হবে। ফান্ডটির ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড দায়িত্ব পালন করবে।

এফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফের উদ্যোক্তা ডন গ্লোবাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এর মধ্যে ডন গ্লোবাল ম্যানেজমেন্ট যুক্তরাজ্যভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান। এ ফান্ডটিকে বেশকিছু শর্ত সাপেক্ষে ৫০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়া হয়েছে। ১৯০৮ সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে এ ফান্ডের ট্রাস্ট ডিডটি নিবন্ধন করতে হবে।

এ ফান্ডটি উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপকের পাশাপাশি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করবে। ফান্ডটির ট্রাস্টি হিসেবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করবে।

ইটিএফ বিধিমালা ২০১৬-এর বিধি ৬(ধ) অনুসারে, ইটিএফ গঠনের সময় এর ন্যূনতম তহবিলের আকার কমপক্ষে ৫০ কোটি টাকা হতে হবে। এক্ষেত্রে উদ্যোক্তার ১০ শতাংশ, সম্পদ ব্যবস্থাপকের ২ শতাংশ ও বাকি ৮৮ শতাংশ অর্থ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করতে হবে। অর্থাৎ উদ্যোক্তা, সম্পদ ব্যবস্থাপক ও প্রাইভেট প্লেসমেন্ট মিলিয়ে ইটিএফের আকার ৫০ কোটি টাকা হতে হবে।

অন্যদিকে পাবলিক অফারের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে ইটিএফের আকার ৫০ কোটি টাকার বেশি হতে হবে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর