ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১১ খাতের বিনিয়োগকারীরা

২০২২ ডিসেম্বর ৩০ ০৯:১৯:৪৮
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১১ খাতের বিনিয়োগকারীরা

ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সাপ্তাহিক রিটার্নে মুনাফায় থাকা খাতগুলো হলো: তথ্যপ্রযুক্তি, সেবা ও আবাসন, পাট, পেপার ও প্রিন্টিং, জীবন বিমা, বিবিধ, আর্থিক ওষুধ ও রসায়ন, ট্যানারী, ব্যাংক এবং খাদ্য ও আনুষঙ্গিক।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ২ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ১.১০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ০.০৯ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক রিটার্নে মুনাফায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে পেপার ও প্রিন্টিং খাতে ০.৮০ শতাংশ, জীবন বিমা খাতে ০.৭০ শতাংশ, বিবিধ খাতে ০.৫০ শতাংশ, আর্থিক খাতে ০.৩০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.২০ শতাংশ, ট্যানারী খাতে ০.২০ শতাংশ, ব্যাংক খাতে ০.১০ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.১০ শতাংশ ।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর