ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

যুগপৎ আন্দোলন: রাজধানীর কোথায় হবে বিএনপি ও সমমনাদের গণমিছিল?

২০২২ ডিসেম্বর ২৯ ১৯:২৩:৩১
যুগপৎ আন্দোলন: রাজধানীর কোথায় হবে বিএনপি ও সমমনাদের গণমিছিল?

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছে, পূর্বঘোষিত গণমিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

তিনি বলেন, আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ। শুক্রবার দুপুর ২টায় নেতা কর্মীরা জমায়েত হয়ে মিছিলটি নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে।

এদিকে ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফল করার লক্ষে গতকাল বুধবার গুলশানে প্রতিনিধি সভা করে বিএনপির সমমনা ১২ দলীয় জোট। সভায় ওইদিন বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু করে মালিবাগ পর্যন্ত গণমিছিল করার সিদ্ধান্ত হয়।

উক্ত সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ অন্যান্যরা।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর