ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাশিয়ার ১২০ ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল ইউক্রেন

২০২২ ডিসেম্বর ২৯ ১৮:২০:৫৫
রাশিয়ার ১২০ ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল ইউক্রেন

প্রতিবেদনে জানানো হয়, প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী হয় এসব হামলা। তবে এতে কেউ মারা না গেলেও রাজধানী কিয়েভে বিস্ফোরণের পর অন্তত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শহরের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, তাদের মধ্যে ১৪ বছর বয়সী এক মেয়েও রয়েছে। এ ছাড়া খারকিভ, ওডেসা, লভিভ ও জাইটোমির শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে রাশিয়ার ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও গুলি করে ভূপতিত করেছে ইউক্রেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া ‘বিভিন্ন দিক থেকে আকাশ ও সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের দেশে আক্রমণ করেছে। এ সময় বেশ কয়েকটি কামিকাজ ড্রোনও ব্যবহার করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনে ঘন ঘন হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এর ফলে দেশটির অনেক মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

এ বিষয়ে ইউক্রেনীয় জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কো বলেছেন, হামলায় তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওডেসা ও কিয়েভ অঞ্চলের পরিস্থিতি ‘সংকটপূর্ণ’।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর