ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আসা জাগিয়ে বছর শেষ করলো শেয়ারবাজার

২০২২ ডিসেম্বর ২৯ ১৭:০১:০৯
আসা জাগিয়ে বছর শেষ করলো শেয়ারবাজার

বিশ্লেষকরা বলছেন, টানা পতনে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ। তবে বছরের শেষ দিকে এসে বাজার কিছুটা উধ্বৃমূখী ভাব লক্ষ্য করা যাচ্ছে। বাজারের এমন উর্ধ্বমূখী প্রবণতা বজায় থাকলে নতুন বছরে বিনিয়োগকারীরা শেয়ারবাজার থেকে ভালো কিছু রিটার্ন পাবে। যা ইত্যোমধ্যে বিনিয়োগকারীরা প্রত্যাশাও করছেন।

বৃহস্পতিবারের শেয়ারবাজার পর্যালোচনা:

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৬.৮১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৮.৮৩ পয়েন্টে এবং দুই হাজার ১৯৫.৩০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৭ কোটি ৪৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ২২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, শেয়ার দর কমেছে ১০৭টির এবং ১৮৭টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৭.৩২ পয়েন্টে। সিএসইতে আজ ১৫৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির দর বেড়েছে, কমেছে ৩০টির আর ৯৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৪ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর