ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মুন্নু সিরামিকের উল্টো দৌড়

২০২২ ডিসেম্বর ২৯ ১৬:১৮:৫২
মুন্নু সিরামিকের উল্টো দৌড়

যে শেয়ারটি সাম্প্রতিককালে পতনের বাজারেও মাথা উঁচু করে সামনে এগিয়েছে, আজ উত্থানের বাজারে সেটি মাথা নিচু করে রেড জোনে অবস্থান নিয়েছে। শেয়ারটির নাম মুন্নু সিরামিক। কোম্পানিটি সাম্প্রতিক সময়ে দর বৃদ্ধিতে যেমন ছিল সেরা, লেনদেনেও ছিল নজরকাড়া। গত কয়েক সপ্তাহ যাবত ডিএসর শীর্ষ লেনদেন তালিকায় বড় লেনদেন হাঁকিয়ে নেতৃত্ব দিয়েছে।

আজ ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় মুন্নু সিরামিক চতুর্থ স্থানে উঠে এসেছে। কোম্পানিটির আজ ৮ লাখ ৪১ হাজার ৯৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা।

আগেরদিন বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৪ টাকা ৪০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২২ টাকা ৭০ পয়সায়। এই হিসাবে কোম্পানিটির দর আজ কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১.৩৭ শতাংশ।

১৯৮৩ সালে শেয়ারবাজার তালিকাভুক্ত মুন্নু সিরামিকের পরিশোধিত মূলধন রয়েছে ৩৭ কোটি ৭২ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২৭৫ কোটি ৪১ লাখ টাকা।

সর্বশেষ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছরও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

কোম্পানিটির সর্বমোট ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৮.৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৪৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯.৬৯ শতাংশ শেয়ার রয়েছে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর