ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

২০২২ ডিসেম্বর ২৮ ১৮:১৬:৫৩
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এসময় শামীমা নাসরিনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য ধানমন্ডি ও কাফরুল থানার ওসিদের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

এর আগে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত। একইসঙ্গে এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

তবে আদালত কোনো প্রমাণ না পাওয়ায় ইভ্যালির কর্মচারী মো. মইনুল হককে এই মামলা থেকে অব্যাহতি দেন।

উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট রাতে আরিফ বাকের নামের ইভ্যালির একজন ভুক্তভোগী গ্রাহক তার ৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় এ মামলা দায়ের করেছিলেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর