ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশে জ্বালানির দাম কমানোর সম্ভাবনা নেই

২০২২ ডিসেম্বর ২৮ ১৬:৩৬:২৩
দেশে জ্বালানির দাম কমানোর সম্ভাবনা নেই

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিপিসি চেয়ারম্যান। তিনি জানান, গত নভেম্বরে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে ৪৩ কোটি টাকা লোকসান করেছে। এর মধ্যে ডিজেল বিক্রিতে লোকসান হয়েছে ২৩৩ কোটি টাকা।

জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমছে, দেশে কমবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিপিসি চেয়ারম্যান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৯ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। নভেম্বরে ব্যারেলপ্রতি পরিশোধিত ডিজেলের দাম ১০৫ ডলার ছিল উল্লেখ করে তিনি বলেন, এখনও প্রতি লিটার ডিজেল বিক্রিতে ২-৩ টাকা লোকসান হচ্ছে। পরিশোধিত ডিজেলের দাম ব্যারেলপ্রতি আন্তর্জাতিক বাজারে ১০৩ ডলার হলে লোকসান গুনতে হয় না।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১২৭ ডলারে উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট ৫২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয় ডিজেল ও পেট্রোলের। তবে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম পড়তির দিকে। চলতি মাসে ৭০ থেকে ৮০ ডলারে ওঠানামা করছে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর