ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

৯০ শতাংশ মানুষ হাসিনা সরকারের পতন চায়: কর্নেল অলি

২০২২ ডিসেম্বর ২৭ ১৮:১৩:০০
৯০ শতাংশ মানুষ হাসিনা সরকারের পতন চায়: কর্নেল অলি

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে কর্নেল অলি বলেন, স্বাধীনতার সুফল বলতে আমরা পেয়েছি দুর্নীতি, অন্যায়, অবিচার, মিথ্যা মামলা এবং নিপীড়ন। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন। কেউ যদি মনে করেন রাজনীতিবিদরা একক ভাবে জনগণকে এই অবস্থা থেকে মুক্তি এনে দেবেন, তা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিমূলক।

তিনি বলেন, আসুন সবাই মিলে এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করি। বিজয় কেউ এনে দিবে না। সবাই ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে।

অলি আরও বলেন, এলডিপি ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় তেজগাঁওয়ের পূর্বপান্থপথের এলডিপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের জন্য সুশৃঙ্খলভাবে, নিয়মনীতি, আইন মেনে মিছিলে সাধারণ মানুষকে অংশ নিতে আহ্বান জানান তিনি।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর