ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সমতা লেদারের অতিরঞ্জিত ক্যাশ ফ্লো

২০২২ ডিসেম্বর ২৭ ০৭:১০:৩১
সমতা লেদারের অতিরঞ্জিত ক্যাশ ফ্লো

এছাড়া, কোম্পানিটি প্রায় দুই কোটি টাকার কাঁচামাল, বাস্তব অগ্রগতি এবং সমাপ্ত পণ্যের ইনভেন্টরি সার্টিফিকেট প্রদান করলেও সেগুলো বাস্তবে যাচাই করতে পারেনি কোম্পানিটির নিরীক্ষক।

জানা গেছে, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে আন্তর্জাতিক হিসাবমান-৭ অনুযায়ী কোম্পানিটির নগদ অর্থপ্রবাহের প্রতিবেদন সঠিকভাবে গণনা করা হয়নি। ফলে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো অতিরিক্ত দেখানো হয়েছে।

এছাড়া কোম্পানিটি আলোচিত অর্থবছরে পণ্য রপ্তানি করলেও আন্তর্জাতিক হিসাবমান-২১-এর অনুচ্ছেদ ২৮ অনুযায়ী আর্থিক প্রতিবেদনে বৈদেশিক মুদ্রার হারের পরিবর্তনের প্রভাব উল্লেখ করা হয়নি। এজন্য কোম্পানিটির নিরীক্ষক আপত্তি জানিয়েছে।

এরফলে কোম্পানিটির এক কোটি ৬৪ লাখ ২২ হাজার ৫৩০ টাকার চলতি সম্পদ তথা কাঁচামাল, বাস্তব অগ্রগতি এবং সমাপ্ত পণ্যের অবস্থা বাস্তবে যাচাই করতে পারেনি সমতা লেদারের নিরীক্ষক।

৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৬ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ার প্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সা। আর শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৯ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান জানিয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড ছিল গত ১৫ ডিসেম্বর।

আগের বছর ৩০ জুন, ২০২১ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ০.৫০ শতাংশ ক্যা্শ ডিভিডেন্ডে দিয়েছিল। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১০ পয়সা এবং শেয়ার প্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ১৪ টাকা ৩৯ পয়সা।

১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়াশিল্প খাতের কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ চার কোটি ৫৩ লাখ টাকা। কোম্পানির মোট এক কোটি তিন লাখ ২০ হাজার শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৩.৮৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.২৪ শতাংশ এবং বাকি ৬১.৮৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর