ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

টানা পতনে আড়াই বছর আগের অবস্থানে শেয়ারবাজার

২০২২ ডিসেম্বর ২৬ ১৬:২৭:১৮
টানা পতনে আড়াই বছর আগের অবস্থানে শেয়ারবাজার

ডিএসইতে আজ ১৯৮ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন দুই বছর ৫ মাস ১৯ দিন বা ৬০২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২০ সালের ৭ জুলাই আজকের থেকে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১৩৯ কোটি টাকার।

সোমবারের শেয়ারবাজার পর্যালোচনা:

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৮৯.৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৫১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৪.১২ পয়েন্টে এবং দুই হাজার ১৯১.০০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫টির বা ৭.৬০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৭টির এবং ১৬৭টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৩.৮৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ৪১টির আর ৭৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর