ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম বন্দরে আলাদা জায়গা চায় ভারত

২০২২ নভেম্বর ১৩ ২২:৩২:১৬
চট্টগ্রাম বন্দরে আলাদা জায়গা চায় ভারত

ইকোনমিক টাইমস ও পিটিআইয়ের খবরে বলা হয়, দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

ভারত মনে করছে, চট্টগ্রাম বন্দরে পণ্য রাখার জন্য বিশেষ জায়গা পাওয়া গেলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অর্থনীতি শক্তিশালী হবে।

এদিকে ভারত সম্প্রতি বাংলাদেশ-ইন্ডিয়া প্রটোকল রুটের আওতায় চট্টগ্রাম ও মোংলা বন্দরে পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট কার্যক্রম পরিচালনা করেছে।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বার্ষিক অধিবেশনে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং চট্টগ্রাম বন্দরে বিশেষ জায়গা চাওয়ার কথাটি জানান।

এরপর বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর অত্যন্ত জনসমাকীর্ণ। তাই সেখানে ভারতীয় পণ্যের জন্য আলাদা জায়গা থাকলে পণ্য আনা-নেয়া সুবিধাজনক হবে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর